এটি এসইও বঙ্গ এর কিওয়ার্ড রিসার্চ টুল যার মাধ্যমে আপনি যেকোনো কিওয়ার্ডের জন্য বিভিন্ন দেশের সার্চ ভলিউম ও কিওয়ার্ড এর অ্যাডসেন্স সিপিসি চেক করতে পারবেন! এটি আপনাদের বাংলা কিওয়ার্ডসহ যেকোনো ভাষার কিওয়ার্ড রিসার্চ করতে অনেক কাজে আসবে!
কিওয়ার্ড রিসার্চ করার জন্য আপনাকে আপনার নিশ কিওয়ার্ড বা ফোকাস কিওয়ার্ড দিয়ে সার্চ করতে হবে। যেমন ধরুন, আপনার ফোকাস কিওয়ার্ড হলো এসইও (SEO) তাহলে আপনাকে সার্চ করতে হবে SEO বা বাংলা হলে এসইও লিখে। লিখুন এবং যে দেশের সার্চ ভলিউম বের করতে চান সেই দেশ সিলেক্ট করুন। তাহলে SEO Bongo Keyword Research Tool আপনাকে আপনার কিওয়ার্ড অনুযায়ী দেশ ভিত্তিক SEO রিলেটেড সকল কিওয়ার্ড সহ সিপিসি ও সার্চ ভলিউম রেজাল্ট শো করবে।
কি কি ডেটা দেখার সুবিধা আছে এসইও বঙ্গ কিওয়ার্ড রিসার্চ টুলে?
আপনি SEO Bongo Keyword Research Tool এ দেখতে পারবেন -
দেশ ভিত্তিক সার্চ ভলিউম
দেশ ভিত্তিক সিপিসি
এই টুলটি যে রেজাল্ট দেয় তা কতটুকু অ্যাকুরেট?
আমাদের এই টুলটি গুগলের Keyword Planner এপিআই ইউজ করে বানানো। তাই সকল কিওয়ার্ড এর সার্চ ভলিউম ও সিপিসি কিওয়ার্ড প্ল্যানার অনুযায়ী-ই আপনাকে শো করাবে। তাই কতটুকু অ্যাকুরেট রেজাল্ট দিবে সেটা বুঝতেই পারছেন।